প্রতিষ্ঠানের ইতিহাস
২০১৯ সালে প্রতিষ্ঠিত কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।
অধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী,
শিক্ষা মানুষের একটি অন্যতম মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়নের অন্তর্গত লাউড়েরগড় গ্রামে গড়ে উঠে কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি । এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান প্রেক্ষাপটে এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্ব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটিতে একাডেমিক সহশিক্ষা কার্যক্রম চলমান আছে। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি এই সত্য প্রমাণে সক্ষম হয়েছে “আমরা শ্রেষ্ঠ নই, কিন্তু ব্যতিক্রম”।
পরিচালকের বাণী
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষিত জনগোষ্ঠী দেশের সম্পদ। শিক্ষা এমন একটি অত্যাবশ্যকীয় উপকরণ যা মানসিক ও মেধা শক্তির বিকাশ ঘটায়। জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা যোগায়। জীবনের অন্ধকার দূর করে।
ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় তথা জাতীয় জীবনে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষার গুরুত্ব কি উপলব্ধি করেই গড়ে উঠেছে মানুষ গড়ার কারখানা কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি। একটি শিশুর ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে তোলার শিক্ষা দেওয়া হয় যাতে তারা যেমন নিজেরা সঠিক পথ চিনবে তেমনি অন্যকেউ দেখাবে নতুন পথের দিশা।কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমির প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা, সাংস্কৃতি এবং ক্রীড়াঙ্গন সহ পাঠক্রম বহির্ভূত সকল ক্ষেত্রে সেরা হয়ে গড়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। শিক্ষার অনুকূল পরিবেশ সকল প্রতিষ্ঠান এক রকম নয়।
শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সবাই সৃষ্টি করতে পারে না। সহায়ক পরিবেশের জনসচেতনতা দায়িত্ববোধ ও কর্তব্য পরায়ণতা সৃষ্টি করতে হবে। আমরা এ সকল প্রচেষ্টা দ্বারা অঙ্গীকারবদ্ধ হই কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিকে এদেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাব ইনশাল্লাহ।